জিপিতে প্রতিদিন

৪৫০০ কর্মী হলেও সবাই মিলে আমরা একটি পরিবার, আর আমাদের সবার একটাই লক্ষ্য।

আমরা আছি আপনাদের পাশে, সবসময়।

আমরা আমাদের ভ্যালুর কারণে অন্য সবার চেয়ে আলাদা
  • সহজিকরণ
  • কথা রাখা
  • উদ্বুদ্ধ করা
  • সম্মান করা

জিপি ওয়ে: আমাদের কাজের ধারা

আমরা কিভাবে কাজ করি, তার ওপর এই ধারা নির্ভর করে।
আমরা আমাদের প্রতিদিনের প্রতিটি কাজে আমাদের লক্ষ্য, ভ্যালু, রীতিনীতি, নেতৃত্ব ইত্যাদি মেনে চলে নিশ্চিত করি যেন প্রতিটি মানুষই প্রিয়জনের কাছে থাকে।

প্রাতিষ্ঠানিক কাঠামো
  • তুলনামূলকভাবে সমান প্রতিষ্ঠান
  • বেড়ে ওঠার দুটো উপায়: লিডারশিপ ও স্পেশালিস্ট
কর্মক্ষেত্রের নিয়মকানুন
  • বাঁধাধরা নিয়ম
  • প্রতিটি কাজের স্বচ্ছতা
আমাদের সচেতনতা
  • কাগজবিহীন অফিস
  • ২০১২ সালের মধ্যে ১৫% ও ২০১৫ সালের মধ্যে ৪০% কার্বন এমিশন হ্রাস করা
  • কর্পোরেট পরিবর্তন: সবুজ প্রতিষ্ঠান (গ্রিন কোম্পানি)
  • প্রতিটি কর্মীকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, চালিত করা

 

grameenphone