কমিউনিটি ইনফরমেশন সেন্টার

গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার (সিআইসি) বিভিন্ন গ্রামে গ্রামে গড়ে তোলা হয়েছে যেখানে গ্রাম্ বাংলার মানুষ এসে ইন্টারনেট, ভয়েস কমিউনিকেশন, ভিডিও কনফারেন্সিংসহ ডাটা সার্ভিসের বিভিন্ন অত্যাধুনিক সেবা উপভোগ করতে পারে। সিআইসি গ্রামীণফোনের জনজীবন উন্নয়ন প্রতিশ্রুতির অংশ, যার লক্ষ্য:

  • গ্রামবাংলায় তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে ‘‘ডিজিটাল বিভেদ’’ দূর করা
  • দারিদ্র্য বিমোচন
  • তথ্যভিত্তিক সেবার মাধ্যমে দুস্থ, সুযোগবঞ্চিত মানুষদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়া
  • আঞ্চলিক ব্যবসা বৃদ্ধির মাধ্যমে উন্নত জীবন
  • বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান

গ্রামীণফোনের অভিনব এই উদ্যোগ ওয়াশিংটন পোস্ট, ইউএনডিপি, ক্যাটালিস্ট, জিএসএমএ-সহ দেশ-বিদেশের নানান সংস্থা থেকে প্রশংসিত হয়েছে।

২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে ১৬টি কেন্দ্র নিয়ে শুরু হওয়া এ কার্যক্রম বর্তমানে প্রায় ৪৫০টি উপজেলায় ৫০০-এর বেশি সিআইসি নিয়ে ডিজিটাল আলো পৌঁছে দিচ্ছে বাংলার গ্রামাঞ্চলে।

গ্রামীণফোন অচিরেই দেশের ৪৬২টি উপজেলার প্রতিটিতে সিআইসি পৌঁছে দিতে চায়। এরপর সিআইসি বিস্তৃত হবে আরো বেশি অঞ্চলে, প্রতি চারটি গ্রামের জন্য একটি করে সিআইসি স্থাপনের স্বপ্ন দেখে গ্রামীণফোন।

grameenphone