গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য বিনামূল্যে "অ্যাভেঞ্জারসঃ এজ অফ আল্ট্রন" এর টিকেট

এপ্রিল ৩০ 2015

গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের বিনামূল্যে "অ্যাভেঞ্জারসঃ এজ অফ আল্ট্রন" মুভির টিকেট প্রদানে স্টার সিনেপ্লেক্স এর সহযোগী হয়েছে। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধুমাত্র এক সপ্তাহের জন্য (মে ২ থেকে মে ৮, ২০১৫) প্রযোজ্য হবে।

মার্ভেলের সর্বশেষ সুপার হিরো সিনেমা “অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন” বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের জন্যও মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স এ । গ্রামীণফোন এই বহু প্রতিক্ষীত সিনেমাটির কমিউনিকেশন পার্টনার।

গ্রামীণফোন এর জেনারেল ম্যানেজার,মার্কেটিং আহমেদ সাকিব বলেন, “আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য চমক নিয়ে আসতে চাই এবং বহু প্রতিক্ষীত এই সিনেমাটির গ্লোবাল প্রিমিয়ারের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের গ্রাহকরা স্টার সিনেপ্লেক্স এই অ্যাভেঞ্জার সিনেমাটি প্রাণ ভরে উপভোগ করবেন বলে আশা করছি।”

“অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন”, মার্ভেল এর ২০১২ এর জনপ্রিয় সিনেমা “দ্যা অ্যাভেঞ্জার্স” এর পরবর্তী পর্ব এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) এর ১১তম মুভি। এপ্রিল ১৩, ২০১৫ তারিখে লস অ্যাঞ্জেলেস এ “অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন” এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য, সিনেমাটির কিছু অংশ বাংলাদেশে চিত্রায়িত হয়েছে। চিত্রায়ানের অন্যান্য স্থানগুলো হলো দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি এবং যুক্তরাজ্য। গত বছর চট্টগ্রামের ভাটিয়ারি শিপইয়ার্ডে সিনেমাটির কিছু অংশের চিত্রায়ন হয়েছে কিন্তু ব্যাপারটি গোপন রাখা হয়েছিলো একটি গোপনীয়তা চুক্তির কারণে।

মার্ভেল এর “অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন” এ অভিনয় করছেন আয়রন ম্যান হিসেবে রবার্ট ডাউনি জুনিয়র, থর হিসেবে ক্রিস হেমসওয়োর্থ, দ্য হাল্ক হিসেবে মার্ক রাফেলো, ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ক্রিস ইভানস, ব্ল্যাক উইডো হিসেবে স্কার্লেট জোহানসন এবং হক আই হিসেবে জেরেমি রেনার। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছে জেমস রোডস/ ওয়ার মেশিন হিসেবে ডন শিডেল, এজেন্ট মারিয়া হিল হিসেবে কোবি স্মোল্ডার্স, এরিক সেলভিগ হিসেবে স্টেলান স্কার্সগার্ড এবং নিক ফিউরি হিসেবে স্যামুয়েল এল জ্যাকসন। এই দলটিকে যুদ্ধ করতে হবে মানুষ জাতিকে ধ্বংস করার পরিকল্পনাকারী প্রযুক্তগতি ভিলেন আল্ট্রনকে। আল্ট্রন চরিত্রে অভিনয় করেছেন জেমস স্পেডার।

“দ্য অ্যাভেঞ্জারস” কমিক সিরিজের উপর ভিত্তি করে তৈরি “অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন” এর চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন জশ উইজন এবং প্রযোজনায় ছিলেন কেভিন ফিগ।

“দ্য অ্যাভেঞ্জারস” সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী সিনেমা গুলোর মধ্যে একটি। ২০১২ সালে মুক্তির পর থেকে সিনেমাটি ১.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে। ২ ঘন্টার ২১ মিনিট দীর্ঘ “অ্যাভেঞ্জারস: এইজ অফ আল্ট্রন” এর পরিবেশনা করছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস।

grameenphone