নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোনের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ

আগস্ট ২৫ 2015

গ্রামীণফোন তার অনলাইন টিচিং এক্সিলেন্স সেন্টারের মাধ্যমে নবম এ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজী বিষয়ের উপর দুটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে।

এই টিউটোরিয়াল দুটি ইউটিউবে গ্রামীণফোনের ভিডিও চ্যানেলে বিনামূল্যে দেখা যাবে। এই টিউটোরিয়াল গুলো শিক্ষার্থীদের আসন্ন টেষ্ট এবং এএসএসি পরীক্ষায় সহায়তার জন্য তৈরি করা হয়েছে।

এর আগে এ বছরের মার্চ মাসে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য গ্রামীণফোন চারটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছিল।

গ্রামীণফোনের ইন্টারনেট ফর অল লক্ষ্য অর্জনের পথে এটি একটি কর্পোরেট রেসপনসিবিলিটি উদ্যোগ। গ্রামীণফোন বাংলাদেশের মানুষের কাছে ইন্টারনেটের সুবিধা পৌছে দিতে কাজ করছে। ইন্টারনেটে মানসম্পন্ন শিক্ষা উপকরণের প্রাপ্তি নিশ্চিত করা এর একটি অংশ।

টিউটোরিয়ালের লিংক: https://www.youtube.com/watch?v=h3TcCq0Djx4; https://www.youtube.com/watch?v=ICwIeRLzf7U

grameenphone