গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার হিসেবে নিযুক্ত হলেন কাজী মাহবুব হাসান: ২ জুলাই ২০২০ থেকে কার্যকর

জুন ১০ 2020

[ঢাকা, ১০ জুন, ২০২০] ০১ জানুয়ারি ২০২০ থেকে হেড অব স্ট্র্যাটেজিক অ্যান্ড লার্জ অ্যাকাউন্টস হিসেবে গ্রামীণফোনে কর্মরত আছেন কাজী মাহবুব হাসান। ২০১৬ সালের ০১ ফেব্রুয়ারি চিফ স্পেশালিস্ট-স্ট্র্যাটেজি হিসেবে গ্রামীণফোনে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং  জিপি ম্যানেজম্যান্টের -এর অংশ হিসেবে হেড অব ট্রান্সফরমেশনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, তিনি চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে ১ এপ্রিল ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কাজী মাহবুব গ্রামীণফোনের কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা প্রতিষ্ঠানটিকে সঠিক পথে পরিচালিত হতে এবং কর্মীদেরও লক্ষ্য অভিমুখে পৌঁছাতে সহায়তা করেছে। গ্রামীণফোনের রূপান্তরের ক্ষেত্রেও তিনি নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন। পরবর্তীতে, তিনি প্রতিষ্ঠানটির রাজস্ব উৎপাদনের সাথে সম্পৃক্ত হয়ে তার কর্মপরিসর বিস্তৃতির সিদ্ধান্ত নেন এবং বিজনেস ডিভিশনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন।  

নতুন পদে কাজী মাহবুবকে অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য মাহমুদ হোসেনকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।  গত চার বছরে গ্রামীণফোনের রূপান্তরের ক্ষেত্রে কাজী সঠিকভাবে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিষ্ঠানটির বিজনেস পোর্টফোলিও রপান্তরে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমার বিশ্বাস, প্রতিষ্ঠানের রূপান্তরের ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং বিভিন্ন খাতে তার দক্ষতা গ্রামীণফোনকে ভবিষ্যতে উদ্ভাবনী সেবা, আধুনিকায়ন এবং প্রবৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সম্ভবনা উন্মোচনে সহায়তা করবে।’

মাহমুদ হোসেন বলেন, প্রথমে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং পরবর্তীতে চিফ বিজনেস অফিসার হিসাবে দীর্ঘ সময়ে গ্রামীণফোনের জন্য কাজ করা একটি পরিপূর্ণ অভিজ্ঞতা। আমি  কাজি'র বিটুবি বিজনেস এর নেতৃত্বে সাফল্য কামনা করছিএ নিয়ে কাজী মাহবুব হাসান বলেন, ‘গ্রামীণফোনের এন্টারপ্রাইজ বিজনেসের দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। আমাকে এই সুযোগ দেয়ার জন্য  আমি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ।  তিনি আরও বলেন, ‘পুরো বিশ্ব এবং বাংলাদেশ বর্তমানে প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন সমাজ ও ব্যবসায় প্রতিষ্ঠান সমূহকে সবসময় যুক্ত রাখতে কাজ করেছে। এন্টারপ্রাইজ বিভাগের এমন দক্ষ ও মেধাবী একটি দলের নেতৃত্ব দিতে পারা বিশেষ সুযোগের ব্যাপার। কানেক্টিভিটির মাধ্যমে প্রয়োজনীয় সব বিষয়ের সাথে গ্রাহকদের সংযুক্ত করে তাদের জন্য ভ্যালু তৈরিতে আমরা একসাথে কাজ করবো।’

২০১৬ সালে গ্রামীণফোনে যোগদানের পূর্বে কাজী যুক্তরাজ্যের ডেলয়েটে সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি বিভিন্ন খাত যেমন, টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং আর্থিক খাতের গ্রাহকদের জন্য ব্যবসায়িক রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন।  এছাড়াও, কাজী আইবিএম যুক্তরাজ্য এবং বিএটি বাংলাদেশে ফাইন্যান্স ও বিপণনে গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও, তিনি যুক্তরাজ্যের পেশাদার অ্যাকাউন্টেন্সি সংস্থা এসিসিএ’র চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্টেন্ট (এফসিসিএ) ফেলো। 

মুহাম্মদ হাসান

হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন্স

ফোন: ৮৮০১৭১১০৮২৪৬৯

ইমেইল: md.hasan@grameenphone.com

গ্রামীণফোন লি.

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭৬ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

 

 

grameenphone