নোটিশঃ প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য নিম্নোক্ত জিপি সার্ভিস সমূহ উপভোগের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন

জুলাই ০৯ ২০১৯

সম্মানিত সকল গ্রামীণফোন গ্রাহকদের (০১৭ ও ০১৩ উভয় নম্বর সিরিজ) জানানো যাচ্ছে যে, প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য গ্রাহকগণ আগামী ১০, ১১ ও ১৪ জুলাই, ২০১৯ রাত ১টা থেকে ভোর ৬:৩০টা পর্যন্ত নিম্নোক্ত জিপি সার্ভিস সমূহ উপভোগের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেনঃ

 

তারিখ ও সময়

যেসকল সার্ভিস বন্ধ থাকবে

১০ জুলাই, ২০১৯

(রাত ১টা-ভোর ৬:৩০টা)  

১. সব ধরনের SIM অ্যাকটিভেশন, রিকানেকশন ও রিপ্লেসমেন্ট

২. ইন্টারনেট প্যাক, সোশ্যাল প্যাক, মিসড কল অ্যালারট, FnF, কল ব্লক, ভয়েস প্যাক অ্যাকটিভেশন ও ডিঅ্যাকটিভেশন।

বিদ্যমান সব চ্যানেলের মাধ্যমে (MyGP, Wowbox, Easynet, Flexiplan, GP Website, SMS, USSD, GPay, IVR) প্রি প্যাক টু পোস্ট প্যাক মাইগ্রেশন

১১ জুলাই, ২০১৯

(রাত ১টা-ভোর ৬:৩০টা)  

১৪ জুলাই, ২০১৯

(রাত ১টা-ভোর ৬:৩০টা)  

১. সব ধরনের SIM অ্যাকটিভেশন, রিকানেকশন ও রিপ্লেসমেন্ট

২. ইন্টারনেট প্যাক, সোশ্যাল প্যাক, মিসড কল অ্যালার্ট, FnF, কল ব্লক, ভয়েস প্যাক অ্যাকটিভেশন ও ডিঅ্যাকটিভেশন।

এছাড়া, উল্লিখিত তারিখ ও সময়ে SMS নোটিফিকেশন সার্ভিসটি বন্ধ থাকবে এবং কাস্টমারগণ সব অটো-রিনুয়াল সার্ভিসের ক্ষেত্রে বিলম্বিত SMS পেতে পারেন।

 

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে গ্রাহকদের সর্বচ্চ মানের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

গ্রামীণফোনের সাথে থাকার জন্য ধন্যবাদ।

grameenphone