ঢাকা ওয়াসা বিলপে

গ্রামীণফোন গ্রাহকরা এখন ঢাকা ওয়াটার সাপ্লাই এর পানি এবং সুয়ারেজ অথোরিটির বিল তাদের জিপে ওয়ালেট থেকে দিতে পারবেন এবং OTC বেইজড বিলপে নন-জিপি কাস্টমাররা ব্যবহার করতে পারবেন।

কভারেজ:

ঢাকা ওয়াসা মেগা সিটি ঢাকা এবং নারায়ণগঞ্জ এলাকায় পানি সরবরাহ করে থাকে।

লোকেশন:

তেজগাঁও, গুলশান, বাড্ডা, সুত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, কোতোয়ালি, লালবাগ, হাজারিবাগ, কাফরুল, ক্যান্টনমেন্ট, পল্লবী, শাহআলী, দারসসালাম, মিরপুর, তুরাগ, উত্তরখান, দক্ষিনখান, উত্তরা, খিলখেত, এয়ারপোর্ট, খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, নারায়ণগঞ্জ, বান্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ।

জিপে USSD-এর মাধ্যমে ঢাকা ওয়াসার বিল পেমেন্ট করতে করণীয়

 

রিটেইলারের মাধ্যমে জিপে USSD দ্বারা ঢাকা ওয়াসার বিল পেমেন্ট করতে করণীয়

রিটেইলার কাস্টমার এর পক্ষ হতে ঢাকা ওয়াসা পোস্টপেইড বিল কালেক্ট করতে পারবেন। এখানে প্রক্রিয়াটি একই থাকবে, শুধুমাত্র রিটেইলারের ওয়ালেট থেকে অ্যামাউন্টটি কাটা যাবে।

জিপে অ্যাপের মাধ্যমে ঢাকা ওয়াসার বিল পেমেন্ট করতে করণীয়

grameenphone