২০১৮: প্রতিযোগিতামূলক পরিবেশে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল

Jan 29 2019

২০১৮: প্রতিযোগিতামূলক পরিবেশে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল 

একনজরে গ্রামীণফোনের ২০১৮ সাল

  • ১৩২.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয়, বার্ষিক প্রবৃদ্ধি ৩.৪ %
  • গ্রাহকসংখ্যা ৭.২৭ কোটি, যার মধ্যে ৩ কোটি ৭১ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী
  • ট্যাক্স প্রদানের পর নিট মুনাফা ২৬.৫% মার্জিনসহ ৩৫২০ কোটি টাকা এবং ইপিএস ২৬.০৪ টাকা
  • ৮৪২০ কোটি টাকা সরকারী কোষাগারে প্রদান যা মোট রাজস্বের ৬৩.৪%
  • ৪জি লাইসেন্স, স্পেকট্রাম, টেক নিউট্রালিটি ফি এবং নেটওয়ার্ক আধুনিকরনের জন্য ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ
  • • শেয়ার প্রতি মোট ২৮.০ টাকা লভ্যাংশ সুপারিশ যা কর পরবর্তী নিট আয়ের ১০৮%

[ঢাকা, ২৮ জানুয়ারি, ২০১৯  গ্রামীণফোন লি. ২০১৮ সালে ১৩২.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩.৪ % বেশি । ২০১৮ সালে ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২১%, এবং ভয়েস থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৬.৬%। শুধুমাত্র চতুর্থ প্রান্তিকে রাজস্ব ৭.৭% বেড়েছে।

২০১৮ সালে ৭৪ লক্ষ নতুন গ্রাহক  গ্রামীণফোনের যোগ দিয়েছে যেখানে প্রবৃদ্ধির হার ছিল ১১.৩%। গতবছর (২০১৮) গ্রামীণফোনে যুক্ত হয়েছে ৫৯ লক্ষ নতুন ইন্টারনেট গ্রাহক; যার ফলে গ্রামীণফোন নেটওয়ার্কে মোট ইন্টারনেট ব্যবহারকারী দাড়িয়েছে মোট গ্রাহকের ৫১% ।

গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘২০১৮ বাজারে খুবই প্রতিযোগিতামূলক পরিবেশে  ছিল কিন্ত আমাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন একটি শক্তিশালী ব্যবসায়িক ফলাফল এনে দিয়েছি। ফেব্রুয়ারিতে আমরা ৪জি চালু করেছিলাম এবং কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশ ও নিয়ন্ত্রক সংস্থার নানা নির্দেশাবলীর কারণে এবছর নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তারপরও আমাদের ভয়েস ও ডাটা খাতে প্রবৃদ্ধি সন্তোষজনক ছিলো। ভবিষ্যতে আমাদের কর্মপদ্ধতিকে আরো দক্ষ ও দ্রুতগতি সম্পন্ন করে, প্রমাণিত কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ অব্যাহত রাখার মাধ্যমে কোম্পানিকে সম্মানিত গ্রাহক, শেয়ারেহাল্ডারদের ও এমপ্লয়ীদের মূল্যায়ন করতে পারবো বলে আশা করি।’ 

গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, ‘গ্রামীণফোন  দক্ষতা এবং শক্তিশালী মুনাফা প্রবৃদ্ধির মাধ্যমে আরেকটি বছর সম্পন্ন করেছে। এটা সম্ভব হয়েছে গ্রাহক এবং তাদের সেবা ব্যবহার বৃদ্ধির ফলে। ২০১৮ সালে আমরা সেবার মূল্য নির্ধারণ বিশেষ করে ইন্টারনেটের মূল্য ও ভয়েস ট্যারিফ নির্ধারণে বেশ প্রতিযোগিতা সন্মুখীন হয়েছিলাম ।’ তিনি আরো বলেন, ‘এই বাজারের প্রবৃদ্ধির সম্ভাবনা, দক্ষতা বৃদ্ধি ও সহজীকরণ উদ্যোগে বিশেষ মনোযোগ দেয়ায় এই কোম্পানি আগামীতেও লাভজনক প্রবৃদ্ধি এনে দিতে পারবে বলে আমরা আশাবাদী। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্য বোর্ড অফ ডিরেক্টররা শেয়ার প্রতি ২৮ টাকা চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেছেন। 

 

এর আগে ২৭ জানুয়ারী ২০১৯ সালে অনুষ্ঠিত বোর্ড সভায় ২০১৮ সালে প্রতি শেয়ারের বিপরীতে ২৮ টাকা লভ্যাংশ সুপারিশ করা হয়। এর ফলে, ২০১৮ সালের  মোট নগদ লভ্যাংশের পরিমান দাঁড়ালো পরিশোধিত মূলধনের ১৫৫ শতাংশ যা ২০১৮ সালের কর পরবর্তী মুনাফার ১০৮% (এর মধ্যে রয়েছে ১২৫শতাংশ অন্তবর্তী নগদ লভ্যাংশ)। রেকর্ড তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯- তে যারা শেয়ারহোল্ডার থাকবেন তারা এই লভ্যাংশ পাবেন যা ২৩ এপ্রিল ২০১৯ এ অনুষ্ঠতব্য ২২তম  বার্ষিক সাধারণ সভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের উপর নির্ভরশীল।

গ্রামীণফোনের সিইও বলেন, ‘২০১৯ সালে বাস্তবায়ন হতে পারে এমন বেশ কিছু নীতি নির্ধারন বিষয় এখন আলোচনাধীন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আসন্ন এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) এবং টাওয়ার শেয়ারিং লাইসেন্সিং এবং সেবার মান সংক্রান্ত বিধিমালা। আমরা মোবাইল শিল্পের সেবাকে আরো উন্নত করতে সরকার ও এই খাতের মধ্যে অর্থপূর্ণ আলোচনার বিষয়ে আমাদের প্রতিশ্রুতির  কথা আবারো উল্লেখ করছি, যা বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে অব্যাহত রাখতে সহায়তা করবে।’

ক্যাপশন: গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি (ডানে) এবং এবং সিএফও কার্ল এরিক ব্রোতেন (বামে) আজ (২৮ জানুয়ারী ২০১৯) জিপি হাউজে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষকদের সাথে কথা বলছেন।

 

বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন:

মো: হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার-পিআর। ফোন: ০১৭১১০৮২৪৬৯

গ্রামীণফোন লি:

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭১ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৯ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

www.grameenphone.com

www.facebook.com/grameenphone

 please click here to find out more about Financial Statements

grameenphone