মালিকানা

মালিকানা

গ্রামীণফোনের শেয়ারহোল্ডারদের টেলিযোগাযোগ খাত ও উন্নয়ন খাতের অভিজ্ঞতা এর সাফল্যে বিরাট ভূমিকা রেখেছে৷

গ্রামীণফোন-এর ৫৫.৮% শেয়ার-এর অংশীদার টেলিনর, নরওয়ের সবচেয়ে বড় টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান যা বিশ্বজুড়ে ১২টি দেশে মোবাইল সেবা দিয়ে যাচ্ছে, এবং ৩৪.২% শেয়ারের অংশীদার গ্রামীণ টেলিকম। এছাড়া অন্যান্য সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রামীণফোনের বাকি ১০% শেয়ারের অংশীদার।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের এই বিশাল টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি গড়ে তোলায় মূল অবদান টেলিনরের প্রযুক্তিগত উৎকর্ষতা ও ব্যবস্থাপনা। ইউরোপে জিএসএম প্রযুক্তির উন্নয়নের সাথে জড়িত অন্যতম প্রতিষ্ঠান টেলিনর গত এক যুগে তাদের এই উৎকর্ষতা এ দেশের কর্মীদের মাঝেও সঞ্চার করেছে।

গ্রামীণফোনের প্রযুক্তি ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় টেলিনর তার আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে এবং,গ্রামীণ টেলিকম সারাদেশে তার অবস্থান এবং দেশের অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান কোম্পানির উন্নয়নে ব্যবহার করছে যৌথভাবে এই দুটি প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য বাংলাদেশের অর্থনীতিকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া এবং পাশাপাশি দেশের প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন পৌঁছে দেয়া।

  • টেলিনর
  • গ্রামীণ টেলিকম

ইউরোপ ও এশিয়াজুড়ে ১২টি দেশে মোবাইল সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে টেলিনর বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান।

টেলিনর তিনটি খাতে কাজ করছে: ১২টি দেশে মোবাইল টেলিযোগাযোগ সেবা এবং নর্ডিক অঞ্চলে ফিক্সড-লাইন ও ব্রডব্যান্ড সেবা।

টেলিনর গ্রুপ

  • বিশ্বজুড়ে ১৫ কোটির বেশি গ্রাহক
  • বিশেষ করে এশিয়া অঞ্চলে গ্রাহকসংখ্যায় উত্তরোত্তর বৃদ্ধি
  • ডাও জোনস সাসটেইনেবিলিটি ইনডেক্স ২০০৮-এ প্রথম স্থান
  • বিশ্বের সপ্তম বৃহত্তম মোবাইল অপারেটর
  • ২০০৭ সালে আয় ১৮ বিলিয়ন মার্কিন ডলার
  • ২০০৭ সালে সারা বিশ্বে কর্মীসংখ্যা ৩৫,৮০০
  • নরওয়েতে হেডকোয়ার্টারসহ অসলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত

টেলিনর গ্রুপ ওয়েবসাইট ভিজিট করুন

গ্রামীণফোনের ৩৪.২% শেয়ারের অংশীদার গ্রামীণ টেলিকম ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনুস প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।

গ্রামীণ টেলিকমের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে জিএসএম সেলুলার সার্ভিস সহজলভ্য করা এবং গ্রামবাসী বিশেষ করে দরিদ্র মহিলাদের হাতে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৌছে দিয়ে নতুন আয়ের খাত তৈরি করা।

গ্রামীণ টেলিকম, তার মাঠকর্মীদের সহায়তায় পল্লী ফোন কর্মসূচী পরিচালনার মাধ্যমে গ্রামীণফোনের মোবাইল সেবা পৌঁছে দিচ্ছে এর দ্রুতবর্ধমান পল্লী গ্রাহকদের মাঝে। গ্রামীণ টেলিকম এর অপারেটরদের প্রশিক্ষণ দেয়, তাদের হ্যান্ডসেট প্রদান করে এবং সেবাভিত্তিক সব রকম সুবিধা দেয়।

গ্রামীণ টেলিকম তার উদ্ভাবনী পল্লী ফোন কর্মসূচীর জন্য প্রসংশিত হয়েছে। গ্রামীণ টেলিকম এবং এর চেয়ারম্যান নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস, প্রথম আইটিউ ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড ২০০৫, পিটার্সবার্গ পুরস্কার “ইউজ অফ দি আইটি টু ইমপ্র“ভ পুয়র পিপলস লাইভস ২০০৪” এবং জিএসএম অ্যাসোসিয়েশন পুরস্কার “জিএসএম ইন দি কমিউনিটি” সহ বিভিন্ন পুরস্কার পান।

গ্রামীণ টেলিকম ওয়েবসাইট ভিজিট করুন

 

grameenphone