গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান হলেন ক্রিস্টোফার লাসকা

Oct 2, 2016

 ক্রিস্টোফার লাসকা গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর বুধবার বোর্ডের ১৭০ তম সভায় সদস্যগণ এই সিদ্ধান্ত নেন। সিগভে ব্রেক্কে, যিনি গত বছরের আগস্টে টেলিনর গ্রুপের সিইও হয়েছেন তার পরিবর্তে জনাব লাসকা গ্রামীণফোন বোর্ডের পরিচালক নিযুক্ত হন।  

জনাব লাসকা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বোর্ড গভর্নেন্স এন্ড পার্টনারশিপ রিলেশনস, এশিয়া হিসেবে সিংগাপুর এ কর্মরত আছেন। তিনি ২০০০ সালে টেলিনর এ যোগ দেন এবং এশিয়া ও ইওরোপে এর বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০১৬ আগস্টে টেলিনর এর এশিয়া কার্যালয়ে যোগদানের আগে তিনি ২০১১ থেকে টেলিনর হাঙ্গেরীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ক্রিস্টোফার লাসকা নরওয়ের নাগরিক। তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সেন্টার থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রী  এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অফ মার্কেটিং থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা