স্কুল পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করতে সেভ দি চিলড্রোন এবং ডিপিই এর সাথে যোগ দিয়েছে গ্রামীণফোন

Mar 25, 2015

বিদ্যমান স্কুল পর্যবেক্ষণ ব্যবস্থাকে ডিজিটাল করার মাধ্যমে শক্তিশালী করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এবং সেভ দি চিলড্রেন এর সাথে হাত মিলিয়েছে গ্রামীণফোন।

সেভ দি চিলড্রেন, ডিপিই এর মনিটিং এন্ড ইভ্যালুয়েশন সেকশন এর সহায়তায় একটি এনড্রয়েড ভিত্তিক স্কুল মনিটরিং অ্যাপ্লিকেশন এবং ব্রাউজার ভিত্তিক স্কুল ইন্সপেকশন ডাটা অ্যানালাইসিস ড্যাশবোর্ড তৈরি করেছে। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে ডিজিটারাইজেশনের পাশাপাশি পদ্ধতিটিকে আরো দক্ষ এবং সাশ্রয়ী করা।

উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনলাইন রিপোর্ট প্রদানে সহায়তা করতে ট্যাব এবং ইন্টারনেট সংযোগ দেয়া হবে। পাইলট উদ্যেগের সফল সমাপ্তির পর ব্যবস্থাটি ডিপিই এর কাছে হস্তান্তর করা হবে এবং সারা দেশে বাস্তবায়ন করা হবে।

প্রকল্প এলাকার উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে এই ব্যবস্থাটির পরিচয় করিয়ে দিতে ২৪ এবং ২৫ মার্চ ২০১৫তে মিরপুর এর ইউসেপ কার্যালয়ে দুদিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করে সেভ দি চিলড্রেন। প্রশিক্ষণ শেষে গ্রামীণফোনের পরিচালক কমিউনিকেশনস মার্কাস ‌অ্যাডাকটুসন পাইলটে ব্যবহারের জন্য প্রশিক্ষণার্থীদের হাতে ইন্টারনেট সংযোগসহ ৪০টি ট্যাব তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্কাস অ্যাডাকটুসন বলেন, " গ্রামীণফোন শিক্ষার বিষয়ে ব্যাপক গুরুত্ব প্রদান করে এবং ইন্টারনেট ফর অল কর্মসূচীর আওতায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই খাতের উন্নয়নে সচেষ্ট আছে। আমি আশাকরি যে স্কুল মনিটরিং সিস্টেম ডিজিটাল করার ফলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আরো কার্যকর এবং দক্ষ হবে।" এই প্রকল্পে সহযোগিতা গ্রামীণফোনের কর্পোরেট রেসপসিবিলিটি উদ্যোগের আওতায় করা হচ্ছে।

এই পাইলট প্রকল্প গাজীপুর, মানিকগঞ্জ এবং মেহেরপুর জেলার নির্বাচিত উপজেলায় চালানো হবে।

গ্রামীণফোনের লক্ষ্য হচ্ছে সবার জন্য ইন্টারনেট পৌছে দেয়া যাতে ইন্টারনেটের শক্তিতে বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন ঘটে। প্রতিষ্ঠানটি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাখাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে যার মধ্যে অনলাইন স্কুল অন্যতম।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর এমএন্ডই শাখার উপ পরিচালক কাওসার সাবিনা ও মেয়াজুল ইসলাম, সেভ দি চিলড্রেন এর সিনিয়র অ্যাডভাইজার এডুকেশন সেক্টর এম হাবিবুর রহমান এবং গ্রামীণফোন, সেভ দি চিলড্রেন এবং ডিপিই এর উর্ধতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা