গ্রামীণফোন ও পদ্মা অয়েল এর চুক্তি স্বাক্ষর

Mar 16, 2015

গ্রামীণফোন লি: অতি সম্প্রতি পদ্মা অয়েল কোম্পানি লি: এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় আগামী পাঁচ বছরের জন্য বিজনেস সলিউশন প্যাকেজের মাধ্যমে পরিপূর্ণ যোগাযোগ সেবা পাবে বাংলাদেশের সর্ববৃহৎ পেট্রোলিয়াম পরিবেশক ও বিপণন প্রতিষ্ঠানটি।

এই চুক্তির ফলে পদ্মা অয়েল এর সকল কর্মী গ্রামীণফোনের বিজনেস সলিউশনের অত্যাধুনিক এবং সাশ্রয়ী যোগাযোগ সেবা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার রাজীব শেঠী এবং পদ্মা অয়েল কোম্পানি লি: এর ম্যানেজিং ডিরেক্টর এম এ খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেইন ও হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম এবং পদ্মা অয়েল কো: লি: এর ডিজিএম (পি অ্যান্ড এ) মো: রফিকুল হাসান, ডিজিএম (সিপিসি) আখতার উদ্দোজা ও ডিজিএম (অ্যাভিয়েশন) এনায়েত কবির চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা