আগামীর চোখে বাংলাদেশ

বাংলাদেশের ৫০-এ দাঁড়িয়ে একাত্তরে দেশ স্বাধীন করার পেছনে আমাদের বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনগণের আত্মত্যাগগুলো আমরা স্বরণ করছি পরম শ্রদ্ধার সাথে। মুক্তিযুদ্ধের সেই ইতিহাসগুলোই সাহস হবে আগামীর। কিন্তু আমাদের আগামী প্রজন্ম কতটুকুই বা জানে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে? বাঙালি জাতির সেদিনের সেই বীরত্ব ও দেশপ্রেমের সত্য ঘটনাগুলো দেশপ্রেম জাগিয়ে তুলবে আগামী প্রজন্মের শিশুদের মধ্যে। এই ভাবনা থেকেই গ্রামীণফোন পরিবারের এই ক্ষুদ্র প্রয়াস ‘আগামীর চোখে বাংলাদেশ’।

আমরা মনে করি এদেশের ভবিষ্যৎ নাগরিক  শিশুরা যদি আমাদের মুক্তিযুদ্ধের সত্য ঘটনাগুলো থেকে অনুপ্রেরণা গ্রহণ না করে তাহলে সময়ের সাথে সাথে হারিয়ে যাবে আমাদের ইতিহাস।

সেই ইতিহাস অমর করে রাখতে বিজয়ের ৫০ বছরে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া অবিস্মরণীয় ঘটনাগুলো থেকে গ্রামীণফোন বাছাই করে নিয়েছে কিছু ঘটনা। আর সেই ঘটনাগুলোকে শিশুদের মতো করেই তুলে ধরা হয়েছে এই প্রজন্মের শিশুদের সামনে। যা ভিডিও কন্টেন্ট আকারে পাওয়া যাবে গ্রামীণফোন-এর ইউটিউব চ্যানেলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।

 

 

চিত্রাঙ্কন প্রতিযোগীতা:

আগামী প্রজন্মের চোখে বাংলাদেশটা কেমন হবে? তা জানতে গ্রামীণফোন প্রথম আলো’র সহযোগিতায় শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করছে। আপনার শিশুর (৩-১২ বছর) আঁকা আগামীর বাংলাদেশের ছবি ১২ – ১৬ই ডিসেম্বর ২০২১ এর মধ্যে আপলোড করুন https://amarbangladesh.live/ এই লিঙ্কটিতে। নির্বাচিত সেরা ছবিগুলো ফিচার করা হবে গ্রামীণফোন-এর ফেসবুক পেজ ও গোল্লাছুটে। প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

grameenphone