প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য গ্রাহকগণ জিপি সার্ভিস উপভোগের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন

Feb 27, 2021

সম্মানিত সকল গ্রামীণফোন গ্রাহকদের (০১৭ ও ০১৩ সিরিজ) জানানো যাচ্ছে যে, প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য গ্রাহকগণ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিম্নোক্ত সার্ভিসসমূহ উপভোগের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন:

তারিখ ও সময়যেসকল সার্ভিস বন্ধ থাকবে
২৮ ফেব্রুয়ারি ২০২১
রাত ১টা-ভোর ৫টা
  • পুশ-পুল সার্ভিস এবং USSD, WAP এবং IVR চ্যানেলের মাধ্যমে নতুন সাবস্ক্রিপশন।
  • সাবস্ক্রিপশন ভিত্তিক পুশ অ্যালার্ট সার্ভিসসমূহ এবং IVR ভিত্তিক সাবস্ক্রিপশন।
  • OTP ভিত্তিক প্রভিশনিং সার্ভিস (মাইজিপি লগ ইন এবং অন্যান্য রিকোয়েস্ট)।
  • পুশ-পুল এবং সাবস্ক্রিপশন ভিত্তিক SMS নোটিফিকেশন।
  • সাবস্ক্রিপশন রিনিউয়াল।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সর্বোচ্চ মানের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

গ্রামীণফোন-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা