প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য গ্রাহকগণ জিপি সার্ভিসসমূহ উপভোগের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন

আগস্ট ১০ 2021

সম্মানিত সকল গ্রামীণফোন গ্রাহকদের জানানো যাচ্ছে যে, প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য আগামী ১১ আগস্ট ২০২১, রাত ২টা থেকে ৩:৩০টা পর্যন্ত নিম্নোক্ত গ্রামীণফোন সার্ভিসসমূহ উপভোগের ক্ষেত্রে ৩০ মিনিটের জন্য সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন:

তারিখ ও সময় যেসকল সার্ভিস বন্ধ থাকবে
১১ আগস্ট ২০২১
(রাত ২টা থেকে ৩:৩০টা)
  • উল্লিখিত চ্যানেলের (মাইজিপি, ইউএসএসডি, এসএমএস, জিপি ওয়েবসাইট, ইজিনেট, ফ্লেক্সিপ্ল্যান, ফেসবুক, বায়স্কোপ, টনিক, জিপে) মাধ্যমে সিম অ্যাক্টিভেশন/রিপ্লেসমেন্ট, ভয়েস এবং ইন্টারনেট প্যাক, ক্যাম্পেইন প্যাক, ফ্লেক্সিপ্ল্যান, মিস্‌ড কল অ্যালার্ট, এফএনএফ, অফার সাবস্ক্রিপশন, রোমিং প্যাক সংক্রান্ত সব ধরনের সার্ভিস
  • উল্লিখিত চ্যানেল (মাইজিপি, ইউএসএসডি, এসএমএস) এর মাধ্যমে জিজ্ঞাসা সম্পর্কিত সব ধরনের সার্ভিস (ব্যবহার বিস্তারিত, মাই অফার, এফএনএফ, মিস্‌ড কল অ্যালার্ট, বায়োমেট্রিক স্ট্যাটাস, 4G স্ট্যাটাস) বন্ধ থাকবে 
  • ফ্লেক্সিলোড সার্ভিস, অনলাইন রিচার্জ এবং পেমেন্ট সার্ভিস
  • Skitto ভয়েস এবং ইন্টারনেট সার্ভিস
  • এসএমএস সার্ভিসমমূহ
  • পোস্টপেইড পেমেন্ট আপডেট এবং কানেকশন চালু/বন্ধ হবে না

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে গ্রাহকদের সর্বোচ্চ মানের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে গ্রামীণফোন বদ্ধপরিকর।  

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

grameenphone