গ্রামীণফোন লিমিটেড
জিপিহাউজ, বসুন্ধরা বারিধারা, ঢাকা- ১২২৯
www.grameenphone.com
রেফারেন্স: জিপি/সোর্সিং/ই ইওআই/২০২৩/০০৯ তারিখ: ৭ আগস্ট ২০২৩
ওয়্যারহাউজ সুবিধার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বিজ্ঞপ্তি
এটি অনলাইন/ই-এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ই-ইওআই), যেখানে প্রয়োজনীয় নথিপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইমেইলে কেবলমাত্র ই- ইওআই জমা দিতে হবে। ই- ইওআই (E-EDI) জমার ক্ষেত্রে কোনো প্রকার অফলাইন বা হার্ডকপি গ্রহণ করা হবে না।
মূল প্রয়োজনীয়তা:
- জিপিহাউজ, বসুন্ধরা, বারিধারা, ঢাকার ৩০ থেকে ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সর্বোচ্চ ১ ঘণ্টার মধ্যে যাতায়াত উপযোগী বিবেচনায় এক বা একাধিক স্থানে এক বা একাধিক শেডের ইন্ডাস্ট্রিয়াল র্যাক সুবিধাসহ ১ লক্ষ ২০ হাজার বর্গফুট (৮ লক্ষ ঘনফুট) জায়গা।
- ইনভেন্টরি ম্যানেজমেন্ট (ইআরপি লেনদেনের মাধ্যমে পণ্য গ্রহণ বিতরণ ও স্টক ব্যবস্থাপনা) সুবিধা।
- পরিবহন (ওয়্যারহাউজ থেকে সারাদেশের ডিস্ট্রিবিউশন হাউজে কাভার্ড জানে বাণিজ্যিক পণ্য পরিবহন) সুবিধা।
ই- ইওআই (e-EOI) জমা দেওয়ার ক্ষেত্রে, নিচের নথিগুলোর সফটকপি সাথে জমা দিতে হবে:
জমা দেওয়ার নথিপত্রের তালিকা:
- ট্রেড লাইসেন্স, বিআইএন, টিন-এর কপি
- অর্গানোগ্রাম সহ কোম্পানি প্রোফাইল ডকুমেন্ট (পিপিটি/পিডিএফ ফরম্যাটে)
- ওয়্যারহাউজ পরিচালনার ক্ষেত্রে (সরাসরি) অভিজ্ঞতার বিবরণ: ২০২২ সাল থেকে এ যাবত মোট মাসের সংখ্যা-
ক) ইন্ডাস্ট্রিয়াল র্যাক সুবিধা সম্বলিত জায়গা
খ) ইনভেন্টরি ম্যানেজমেন্ট সুবিধা
গ) পরিবহন সুবিধা - ওয়্যারহাউজ সুবিধা গ্রহণকারী ক্লায়েন্টের তালিকা (জায়গা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পরিবহন )
- ওয়্যারহাউজের সম্ভাব্য স্থান (গুগল ম্যাপ লিঙ্ক বা গুগল ম্যাপে জিপিএস কো-অডিনেট)
- ২০২১-২২ অর্থবছরে অত্র প্রতিষ্ঠানের ফাইনান্সিয়াল টার্নওভার (১২ মাস )
- ফোন নম্বর ইমেইল অ্যাড্রেস সহ যোগাযোগের জন্য নির্ধারিত ব্যক্তির তথ্য
৩,৪,৫,৬ ও ৭ নং ক্রমিকের তথ্যগুলো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর ও সিলসহ প্রতিষ্ঠানের লেটারহেড কাগজে প্রদান করতে হবে।
ই- ইওআই (e-EOI) জমার মেইল : GP-info.sourcing@grameenphone.com
ই-ইওআই (e-EOI) জমার সময়সীমা : ১৩ আগস্ট, ২০২৩, ২৩:৫৯
ই- ইওআই (e-EOI) জমার মেইল এর বিষয় : ওয়্যারহাউজ সুবিধার জন্য ইওআই (আপনার কোম্পানির নাম)
সাধারণ শর্তাবলি:
- গ্রামীণফোন লিমিটেড কোনো ধরণের কারণ দর্শানো ছাড়াই যেকোনো ই-ইওআই (E-EOI) গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- গ্রামীণফোন লিমিটেড কোনো ধরণের নোটিশ ছাড়াই যেকোনো সময় এই ই-ইওআই (E-EOI) সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
- গ্রামীণফোন লিমিটেড কোনো ধরণের নোটিশ ছাড়াই যেকোনো সময় এই ই ইওআই (E-EDI) প্রক্রিয়া বাতিলের অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে ই- ইওআই (e- EOI) তে অংশগ্রহণে কারও খরচের ব্যয়ভার গ্রামীণফোন লিমিটেড বহন করবে না।
- ই-ইওআই (e-EOI) এর চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন আবেদন অনতিবিলম্বে অগ্রাহ্য বা বাতিল করা হবে।
- জমাদানের সময়সীমা অতিক্রমের পর করা আবেদনকৃত ই- ইওআই (e-EDI) অত্র প্রক্রিয়ার জন্য প্রযোজ্য বলে বিবেচিত হবে না এবং বাতিল বলে গণ্য হবে।