১৫ মাসের অধিক সময়ধরে অব্যবহৃত সংযোগ বন্ধের নোটিশ
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২৩ নভেম্বর ২০২৩ বা তার পূর্বথেকে অব্যবহৃত গ্রামীণফোন প্রিপেইড সংযোগসমূহঅত্র নোটিশ প্রকাশের ৩০ দিন পর হতে স্থায়ীভাবে বন্ধ করেদেওয়া হবে। উল্লেখ্য যে:
• গ্রাহকদের সাথে সম্পাদিত ‘সাবস্ক্রিপশন অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ীস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া সংযোগসমূহের মালিকানা/স্বত্বগ্রামীণফোন-এর
• স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া কোনো প্রিপেইডসংযোগেরপূর্ববর্তী গ্রাহক উক্ত সংযোগ ব্যবহার/পরিবর্তন/রিচার্জ অথবাএর মালিকানা দাবি করতে পারবেন না
• গ্রামীণফোন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যেকোনো প্রিপেইডসংযোগ পুনঃবিক্রয়/পুনঃব্যবহার/রি-সাইকেল করারঅধিকার সংরক্ষণ করে
উল্লিখিত বিবরণ অনুযায়ী যেসকল প্রিপেইড সংযোগস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে তার তালিকা গ্রামীণফোন-এরওয়েবসাইট (www.grameenphone.com) , গ্রামীণফোন কাস্টমারকেয়ার সেন্টার ও বিটিআরসি’র ওয়েবসাইটে (www.btrc.gov.bd) পাওয়া যাবে।
গ্রামীণফোন-এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য