পল্লী ফোন

ভিলেজ ফোন প্রোগ্রাম বা পল্লীফোন দেশের দরিদ্র জনগণকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গ্রামীণফোন-জিটিসি-গ্রামীণ ব্যাংকের একটি মহৎ প্রয়াস। ভিলেজ ফোন প্রোগ্রামের মাধ্যমে ভিলেজ ফোন অপারেটররা, যাদের অধিকাংশই দুঃস্থ নারী ও গ্রামীণ ব্যাংক থেকে কর নিয়েছেন, নিজেদের আয়ের ব্যবস্থা করে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। ভিলেজ ফোন কর্মসূচীর মাধ্যমে পল্লী বাংলার দরিদ্র এলাকায় ব্যাপক পরিবর্তন এসেছে। ভিলেজ ফোনের এ কর্মীদের ভিপিও (ভিলেজ ফোন অপারেটর) বলা হয়। এই কর্মসূচীটি ২০০০ সালে ‘‘জিএসএমএ ইন দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড’’, ২০০৩ সালে ‘‘কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড’’ এবং ২০০৫ সালে গেইটওয়ে ফাউন্ডেশনের তরফ থেকে ‘‘পিটার্সবার্গ প্রাইজ’’ লাভ করে। গ্রাহক এবং অপারেটরের ট্যারিফের মাঝের তফাৎটা ভিপিও-রা মুনাফা হিসেবে আয় করে। এই আয়ের মাধ্যমে নিজেদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য চাহিদাও মেটাতে পারে ভিপিও-রা।
 
বৈশিষ্ট্য
  • প্রিপেইড প্রাইস প্ল্যান

  • সংযোগ নেয়ার সময় ৩০ দিনের সময়সীমা পর্যন্ত ৫০ টাকা প্রিলোডেড

  • যেকোন ফোন (মোবাইল, পিএসটিএন, আইএসডি) থেকে কল আদান-প্রদান

  • ইলেকট্রনিক ও স্ক্র্যাচ কার্ডভিত্তিক রিচার্জ

  • ভিপি কমিউনিটি প্রাইসিং

  • ১০ সেকেন্ড পাল্‌স

  • সকল চার্জে ১০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য

  • নতুন সংযোগ মূল্য ২৫০ টাকা

অপ্ট-ইন প্ল্যানের ট্যারিফ

ধরণকল রেট
যেকোনো লোকাল  অপারেটর২৫ পয়সা/১০ সেকেন্ড
পাল্‌স১০ সেকেন্ড
এসএমএসপ্রতি এসএমএস ৫০ পয়সা এবং ২৫ পয়সা/ বাংলা এসএমএস

ডিফল্ট প্ল্যানের জন্য ট্যারিফ

ধরণকল রেট
যেকোনো লোকাল  অপারেটর২১.৬৭ পয়সা/১০ সেকেন্ড
পাল্‌স১০ সেকেন্ড
এসএমএসপ্রতি এসএমএস ৫০ পয়সা এবং ২৫ পয়সা/ বাংলা এসএমএস
  • সকল চার্জে ০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য
  • মোবাইল  টু মোবাইল বাংলা এসএমএস এর রেট ২৫পয়সা  (ভ্যাট, এসডি এবং এসসি ব্যতিত)। এই সকল এসএমএস এর অক্ষর গণনা নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে।

প্রয়োজনীয় তথ্য

এটি একটি নতুন ট্যারিফ প্ল্যান যা বর্তমান এবং নতুন যে কোন পল্লী ফোন গ্রাহক *479*1# (ফ্রি) তে ডায়াল করে উপভোগ করতে পারবেন। তাছাড়া ১১ মার্চ, ২০১৫ থেকে পল্লী ফোন ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় ভাবে এই অফারটি ব্যবহার করতে পারবেন। 

২৫ পয়সা/১০ সেকেন্ড যেকোন লোকাল নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা ( ১০ সেকেন্ড পালস সহ )

শুধুমাত্র পল্লী ফোন গ্রাহকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন।

এই অফারটির কোন নির্দিষ্ট সময়সীমা নেই। একজন গ্রাহক অফারটি অ্যাক্টিভেট করে যতদিন ইচ্ছা উপভোগ করতে পারবেন।

হ্যাঁ। তবে তাদের বর্তমান অফারটি উপভোগের সময়সীমা শেষ হলে তারা নতুন এই ট্যারিফ অফারটি অ্যাক্টিভেট করতে পারবেন।

*479*2# এ ডায়াল করে ট্যারিফ অফারটি বন্ধ করা যাবে।

২৫ পয়সা/১০ সেকেন্ড অফারটি বন্ধ করে গ্রাহক প্রচলিত কল রেট উপভোগ করতে পারবেন।

পুনরায় পল্লী ফোনে ফিরে আসা গ্রাহক তার সিম চালু করলে প্রচলিত কল রেট এ কথা বলতে পারবেন। তবে তিনি এই ট্যারিফ অফারটি উপভোগ করতে চাইলে *479*2# এ ডায়াল করে (ফ্রি) অফারটি অ্যাক্টিভেট করতে হবে।

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা