গ্রাহকদের হাতে আইফোন এইট ও এইট প্লাস তুলে দিলো গ্রামীণফোন

Nov 5, 2017

গত ২ নভেম্বর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর তাহসান রহমান খানের উপস্থিতিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের গ্রামীণফোন এক্সপিরিয়েন্স সেন্টারে আইফোন এইট ও এইট প্লাস গ্রাহকদের হাতে তুলে দিয়েছে গ্রামীণফোন।

বিশ্ব বাজারে আসা নতুন আইফোনটিতে আছে দৃষ্টি-নন্দন গ্লাস ডিজাইন, উন্নত ক্যামেরা এবং এ১১ বায়োনিক চিপ প্রযুক্তি। সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তি সুবিধায় আইফোন এইট ও এইট প্লাস ক্রয় করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। ফোনটি ক্রয়ে গ্রাহকরা পাবেন ১০ জিবি ইন্টারনেট ডাটা এবং সর্বোচ্চ ৬৪ জিবি ইন্টারনেট ক্রয়ে বিশেষ ছাড়। সর্বনিম্ন মাত্র ২২৭৮ টাকা কিস্তি সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব অপারেশনস মোহাম্মদ সাজ্জাদ হাসিব ও হেড অব ডিভাইস সরদার শওকত আলীসহ প্রতিষ্ঠানটি উর্ধ্বতন কর্মকর্তাগণ হ্যান্ডসেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা