কাল শুরু হচ্ছে স্মার্ট সিটি হ্যাকাথন

Nov 10, 2016

প্রথমবারের মতো আয়োজিত স্মার্ট সিটি হ্যাকাথন আগামীকাল গ্রামীণফোনের কর্পোরেট হেড অফিস জিপি হাউজে শুরু হচ্ছে।

প্রেনুয়ার ল্যাব এবং গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট বোর্ড আয়োজিত এই হ্যাকাথনের মাধ্যমে ঢাকা শহরের অনেক বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান তৈরির চেষ্টা করা হবে। আমাদের রাজধানী বিশ্বের অন্যতম মেগাসিটি হলেও বাসযোগ্য শহরের তালিকায় নিচের দিকে এর অবস্থান। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এই অনুষ্টান উদ্বোধন করবেন।

৩৬ ঘন্টার এই হ্যাকাথনে ৩০টি দল অংশ নেবে। স্মার্ট সিটি হ্যাকাথনে বিজয়ী দল হোয়াইট-বোর্ডের সাথে জিপির ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে কাজ করবে। হোয়াইট- বোর্ড বিজয়ী প্রোটোটাইপের জন্য প্রাসঙ্গিক সবধরনের জ্ঞান ও সম্পদগত সহায়তা দিবে এবং বিজয়ী ধারণা বাণিজ্যিকভাবে উপস্থাপনের জন্য হোয়াইট-বোর্ড একটি বিশেষ ডেমো ডে’র আয়োজন করবে।

বিজয়ী দলকে প্রিনিউর ল্যাব ৬ মাসব্যাপী মেন্টরশিপ সহায়তা দিবে এছাড়াও, আইইইই বিডিএস এবং আইপিআরন-ও বিজয়ী দলকে ৬ মাসের মেন্টরশিপ সহায়তা দিবে। পাশাপাশি, বিজয়ী দলকে ইনকিউবেশন সহায়তা দিবে ডিনেট (জাংশন)।

 এছাড়াও, বাংলাদেশি টাকায় ২৫ লাখ টাকা করে অনুদান পাওয়ার সম্ভাবনা থাকছে স্পাইডার ডিজিটাল (দুবাই) এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

© 2025 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা