“ডিজিটাল উইনারস” এর স্থানীয় অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দূরবীন

সেপ্টেম্বর ১০ 2015

আজ ঢাকার একটি হোটেলে আয়োজিত টেলিনর এর “ডিজিটাল উইনার” বাংলাদেশ অ্যাপ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দূরবীন ল্যাবস এর প্রস্তুতকৃত দূরবীন কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আগামী অক্টোবর ২১-২৩, ২০১৫ তারিখে নরওয়ের অসলোতে অনুষ্ঠীতব্য ডিজিটাল উইনার্স কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দূরবীন ল্যাবস । নর্ডিক অঞ্চলের মিডিয়া, প্রযুক্তি এবং যোগাযোগ খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উদ্ভাবকদের উপস্থিতিতে আয়োজিত হয় ডিজিটাল উইনার্স। এবছর এই অনুষ্ঠানটির মূলভাব হচ্ছে শিক্ষা।

দূরবীন শিক্ষাকে আনন্দময় এবং সুলভ করার লক্ষে তৈরি করা হয়েছে। পঞ্চম থেকে স্নাত্মক শ্রেণীর শিক্ষার্থীরা এখানে তাদের শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান খুজে পাবেন। এই অ্যাপ বিভিন্ন ধারণাকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে।

চূড়ান্ত পর্বের জন্য বিচারকমন্ডলীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৪টি অ্যাপ নির্বাচন করেছে। চূড়ান্ত নির্বাচিত চারটি অ্যাপ হচ্ছে টেকনোলাইভ এর আলোকবর্তিকা, টিম বাইনারি এর বাংলা বর্ণমালা, মোবিওঅ্যাপ এর বইপোকা এবং দূরবীন ল্যাবস এর দূরবীণ। এই অ্যাপ চারটির সবগুলোই শিক্ষা ভিত্তিক এবং অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ প্ল্যাটফর্মের আধারে তৈরি।

ডিজিটাল উইনার্স প্রতিযোগিতার স্থানীয় আয়োজনের উদ্যোক্তা হলো গ্রামীণফোন এবং টেলিনর ডিজিটাল।

“স্থানীয় জনসাধারনের জন্য আরো অ্যাপ এবং কনটেন্ট তৈরির জন্য ডেভেলপারদের উৎসাহ প্রদান করছে গ্রামীণফোন। ডিজিটাল উইনার্স এর মাধ্যমে তাদের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য,” বলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল।

এই প্রতিযোগিতাটি টেলিনর গ্রুপ ও গ্রামীণফোনের “সবার জন্য ইন্টারনেট” পৌছে দেওয়ার লক্ষ্যের একটি অংশ। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন মানসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান এবং ইন্টারনেট এর মাধ্যমে সব মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং আর্থিক সেবা পৌছে দেওয়ার লক্ষ্য গ্রহন করেছে।

চূড়ান্ত পর্বের বিচারক মন্ডলীরা ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল, এসডি-ঢাকা এর সহ-প্রতিষ্ঠাতা ও সিএফও এম ফায়াজ তাহের এবং গ্রামীণফোন এর ডিজিটাল ও ডিভাইসের জেনারেল ম্যানেজার মুনতাসির হোসেন। নির্দিষ্ট সূচক ও বিধিমালা অনুযায়ী প্রতিযোগিতার বিচারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

grameenphone