জেলা পর্যায়ে শুরু হচ্ছে গ্রামীণফোন-প্রথমআলো আই-জেন ২০১৫

জুন ০১ 2015

আগামী জুন ২৫, ২০১৫ তারিখ থেকে জেলা পর্যায়ে শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন এর দ্বিতীয় পর্ব। আজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

গ্রামীণফোনের সিএমও অ্যালান বনকে, প্রথমআলো সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং নেহাল আহমেদ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৫ এর “গ্রামীণফোন-প্রথমআলো আই-জেন” উদ্যোগের প্রথম পর্ব সাফল্যে সাথে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক উদ্যোগ “গ্রামীণফোন-প্রথমআলো আই-জেন” দেশব্যাপী এপ্রিল ২৫, ২০১৫ তারিখ থেকে শুরু হয়েছে।

প্রথম পর্বে সারাদেশের ২,০০০ স্কুল থেকে ৮৭০,০০০ এর ও বেশি শিক্ষার্থী অংশগ্রহন করেছে। প্রথম পর্ব থেকে উত্তীর্ণ ১০,০০০ জন শিক্ষার্থী দ্বিতীয় পর্বে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে এবং বিজয়ীরা আঞ্চলিক পর্বে উত্তীর্ণ হবে। বিভিন্ন অঞ্চল থেকে উত্তীর্ণ চূড়ান্ত ৪০ জনের প্রতিযোগিতা চ্যানেল আই-তে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে প্রদর্শন করা হবে। আর সর্বশেষ তিনটি দল ফাইনাল গালা ইভেন্টে বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতা করবে।

প্রতিযোগিতাটির প্রথম পর্ব সম্পন্ন হওয়া সম্পর্কে গ্রামীণফোন এর সিএমও অ্যালান বঙ্কে বলেন, “বর্তমান যুগের সবচেয়ে বড় উপহার ইন্টারনেটের মাধমে বাংলাদেশের তরুণদের আত্মনির্ভরশীল করার নিরন্তর প্রচেষ্টায় গ্রামীণফোনের এই উদ্যোগ। আমাদের সবার জন্য ইন্টারনেট পৌছে দেওয়ার মূলমন্ত্রে একটি সম্পূর্ণ ডিজিটাল প্রজন্ম তৈরিতে আমরা বদ্ধপরিকর। আমার বিশ্বাস, আই-জেন উদ্যোগটির মাধ্যমে আমাদের মূলমন্ত্রটি বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবো।”

নতুন প্রজন্মের কাছে ইন্টারনেটের আলো পৌছে দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে প্রথম আই-জেন উদ্যোগটি চালু করা হয়। জিপি বিশ্বাস করে যে এই উদ্যোগটি জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। ১২১ টি অনুষ্ঠানের মাধ্যমে ১,৪০০ স্কুলের অংশগ্রহনে ২০১২ সাল পর্যন্ত এই উদ্যোগটি পরিচালিত হয়েছিলো।

প্রতিযোগিতা সমাপনে সর্বশ্রেষ্ঠ দলকে এবং সবচেয়ে যোগ্য স্কুলকে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মধ্যে ছিলো শিক্ষা বৃত্তি, স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষা সফরের সুযোগ এবং বিজয়ী স্কুলে ইন্টারনেট ল্যাব স্থাপন।

উদ্যোগটির সহযোগী আয়োজক প্রথমআলো এবং অন্যান্য সহযোগীদের মধ্যে রয়েছে পারফেটি ভ্যান মেল এর ব্র্যান্ড অ্যালপানলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি এবং চ্যানেল আই।

সবার জন্য ইন্টারনেট পৌছে দেওয়ার আকাঙ্খা পোষণ করে গ্রামীণফোন। ইন্টারনেট সম্পর্কিত সচেতনতা সৃষ্টি এই আকাঙ্খার একটি গুরুত্বপূর্ণ অংশ। আই-জেন এর মাধ্যমে গ্রামীণফোন তরুণ প্রজন্মকে ইন্টারনেটের ব্যাপারে ওয়াকিবহাল করতে এবং প্রাত্যহিক জীবনে এর ব্যবহার সম্পর্কে সচেতন করতে চায়।

grameenphone