BREB বিল পে

বাংলাদেশ গ্রামীন বিদ্যুতায়ন বোর্ড দেশের বৃহত্তম বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা যা দেশব্যাপী ৩ কোটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছে। এখন জিপে ওয়ালেট ব্যবহারকারী জিপে সাবস্ক্রাইবাররা মাসিক BREB প্রিপেইড বিল জিপে ওয়ালেট ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এছাড়া যারা গ্রামীণফোন ব্যবহারকারী নন তারাও গ্রামীণফোন অনুমোদিত বিলপে আউটলেটে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

যেসব স্থানে সুবিধাটি পাওয়া যাচ্ছে:

ঢাকা পিবিএস ১, ২ এবং ৩, নরসিংদী পিবিএস ১ও ২, নারায়ণগঞ্জ পিবিএস ১ ও ২, গাজীপুর পিবিএস ১, ময়মনসিংহ পিবিএস ২, মানিকগঞ্জ পিবিএস, মুন্সিগঞ্জ পিবিএস

কাস্টমার USSD প্রিপেইড ভেন্ডিং ম্যেনু:

এছাড়াও গ্রাহক USSD menu ব্যবহার করে শেষ ৩টি টোকেন ইনফর্মেশন চেক করতে পারবেন

জিপে অ্যাপ এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ এর প্রিপেইড বিল দেবার নিয়ম:

বাংলাদেশ গ্রামীন বিদ্যুতায়ন বোর্ড দেশের বৃহত্তম বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা যা দেশব্যাপী ৩ কোটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছে। এখন জিপে ওয়ালেট ব্যবহারকারী জিপে সাবস্ক্রাইবাররা মাসিক BREB পোষ্টপেইড বিল জিপে ওয়ালেট ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এছাড়া যারা গ্রামীণফোন ব্যবহারকারী নন তারাও গ্রামীণফোন অনুমোদিত বিলপে আউটলেটে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

যেসব স্থানে সুবিধাটি পাওয়া যাচ্ছে:

ঢাকা পিবিএস ৪, নারায়ণগঞ্জ পিবিএস ১, ফরিদপুর পিবিএস ১, সুনামগঞ্জ পিবিএস, ভোলা পিবিএস, যশোর পিবিএস ১

পল্লী বিদ্যুৎ এর পোষ্টপেইড বিল দেবার কাস্টমার USSD ম্যেনু:

রিটেইলার USSD ম্যেনু:

রিটেইলার কাস্টমার এর পক্ষ হতে ঢাকা ওয়াসা পোস্টপেইড বিল কালেক্ট করতে পারবেন। এখানে প্রক্রিয়াটি একই থাকবে, শুধুমাত্র রিটেইলারের ওয়ালেট থেকে অ্যামাউন্টটি কাটা যাবে।

জিপে পোষ্টপেইড অ্যাপ ভিজুয়াল:

grameenphone