ডিজিটাল উইনার্স এশিয়ায় অংশ নিতে সেরা উদ্যোক্তাদের লড়াই

জুন ০৮ 2017

আগামি ১২ জুন, ২০১৭ জিপি হাউজে ১২টি স্থানীয় স্টার্টআপ বা উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে গ্রামীণফোন অ্যাকসেলেরেটর। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে সেরা স্টার্টআপ নির্বাচন করে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ডিজিটাল উইনার্স এশিয়া (ডিডব্লিউএ)-তে অংশগ্রহণের জন্য প্রেরণ।

স্টার্টআপ, বিনিয়োগকারী এবং মিডিয়াকর্মীরা https://goo.gl/Ai7p9c-এ গিয়ে অনলাইনে নিবন্ধন করে অভিনব এ আয়োজনটি উপভোগ করতে পারবেন। শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, কর্পোরেট নেতৃত্বদানকারী এবং স্টার্টআপ সংশ্লিষ্ট উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত বিজ্ঞ বিচারক প্যানেল ১২টি দলের উপস্থাপনা শুনে, বুঝে, পর্যবেক্ষণ করে সিঙ্গাপুরের জন্য সেরা দল বাছাই করবেন। মূলত টেলিনর এর বিভিন্ন দেশে অবস্থিত অপারেটর কোম্পানিগুলোর অ্যাক্সিলেরেটর অংশগ্রহণকারী স্টার্টআপদের নিয়ে দি ডিজিটাল উইনার্স এশিয়া শীর্ষক প্রতিযোগিতার আয়োজনটি করা হয়ে থাকে।

স্থানীয় স্টার্টআপগুলোকে আঞ্চলিক পর্যায়ে ব্যবসা বিস্তারে সহায়তা করাই ডিজিটাল উইনার্স এশিয়ার মূল উদ্দেশ্য। এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ব্যবসা প্রসারের উদ্দেশ্যে দেয়া হবে ১০ লাখ টাকার সমতূল্য ১ লক্ষ নরওয়েজিয়ান ক্রোনার। বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের মতো এশিয়ার দেশগুলোতে স্টার্টআপদের সহযোগিতা এবং প্রযুক্তিতে অগ্রগামী করতেই টেলিনর উক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছে। গ্রামীণফোন অ্যাক্সিলেরেটরে অংশগ্রহণকারীরা উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “গ্রামীণফোন অ্যাকসেলেরেটর এর স্টার্টআপগুলো কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরে তা দেখার জন্য বাংলাদেশের পুরো স্টার্টআপ কমিউনিটিকে আমন্ত্রণ জানাচ্ছি। এটি একটি উপভোগ্য অনুষ্ঠান হবে এবং স্টার্টআপ কমিউনিটির সদস্যদের সঙ্গে কথা বলার জন্য আমি অধীর অপেক্ষায় আছি।"

জিপি হাউজে অনুষ্ঠিতব্য বাংলাদেশের অংশের নির্বাচনী অনুষ্ঠানে উদ্যোক্ত হতে র্স্টার্টআপ বিষয়ে আগ্রহীদের স্বাগত জানাচ্ছে গ্রামীণফোন। আমন্ত্রিতদের স্বতঃফূর্ত অংশগ্রহণ যেনো নিশ্চিৎ হয় সেভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দর্শকরা অনুষ্ঠানে এসে শুধুমাত্র স্টার্টআপদের উপস্থাপনা শুনে বসে থাকবে না, বিচারকদের পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ত্বরান্বিত ও সহজ করতে ‘হ্যা’ ও ‘না’ ভোট করতে পারবেন।

বিনিয়োগকারী ও উদ্যোগতাদের সংযোগ স্থাপনকারী সিঙ্গাপুরের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক সংস্থা স্লাস সিঙ্গাপুর, -এর সঙ্গে এবছর চুক্তি স্বাক্ষর করেছে টেলিনর গ্রুপ। । আগামি সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য স্লাস স্টার্টআপ সম্মেলনকে বিবেচনা করে দি ডিজিটাল উইনার্স এশিয়া প্রতিযোগিতা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। স্লাসের মূল অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, অন্যান্য দেশের স্বনামধন্য স্টার্টআপ দল এবং সিঙ্গাপুরে টেলিনর গ্রুপের ডিডব্লিউএ বিচারকরমন্ডলির সামনে স্টার্টআপগুলো নিজেদের প্রকল্পগুলো তুলে ধরার সুযোগ পাবে।

grameenphone