ইন্টারনেট ফর অল = অ্যাকসেস টু নলেজ ফর অল

ফেব্রুয়ারী ২৬ 2015

আজ গ্রামীণফোন উইকিপিডিয়া প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস সাথে ইন্টারনেট ফর অল = অ্যাকসেস টু নলেজ ফর অল শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করে।

আলোচনায় আরো অংশ নেন টেলিনর গ্রুপের এশিয়া রিজিওনের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হাকন ব্রুয়াসেট জল, গ্রামীণফোনের হেড অফ স্ট্র্যাটেজি এরল্যান্ড প্রেস্টগার্ড এবং এটুআই এর পলিসি এক্সপার্ট (শিক্ষা)। এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানের দর্শকদের মধ্যে ছিলেন আইসিটি শিল্প, বিশ্ববিদ্যালয় এনজিও এবং মিডিয়ার প্রতিনিধিগণ।

আলোচনা কালে আলোচকগণ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে নতুন এবং ভবিষ্যত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইন্টারনেটের প্রকৃত সুবিধা পৌছে দিতে স্থানীয় ভাষায় যথাযথ কনটেন্টের সহজপ্রাপ্যতার উপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনায় উল্লেখ করা হয় যে ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ ব্যবহারে প্রচুর ডাটা খরচ হয়, তাই সেগুলো উন্নয়নশীল দেশের মানুষ ব্যবহার করতে পারে না। তাই সহজলভ্য শিক্ষমূলক কনটেন্ট তৈরিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়।

গ্রামীণফোনের প্রতিনিধি বলেন যে প্রতিষ্ঠানটি ইন্টারনেট স্টার্টআপদের তাদের পণ্য ও কনটেন্ট বাজারজাত করতে সহায়তা করবেন।

জিমি ওয়েলস উপস্থিত সবাইকে উইকিপিডিয়াতে লেখার মাধ্যমে স্থানীয় ভাষার কনটেন্টের সংখ্যা বাড়াতে অনুরোধ করেন।

এর আগে গ্রামীণফোন জানায় যে এখন থেকে গ্রামীণফোন নেটওয়ার্কে উইকিমিডিয়ার মোবাইল সাইটগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে।

grameenphone