বহুল জিজ্ঞাসিত প্রশ্ন

১. M2M প্ল্যান ক্রয় করার প্রযোজ্যতা কী?

সাবস্ক্রিপশন প্রসেস শেষ করামাত্র আগ্রহী গ্রাহকগণ M2M প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন।

৩. M2M প্ল্যানে মাইগ্রেট করতে পারবো?

হ্যাঁ, আমাদের সকল জিপিকানেক্ট (অ্যাডভানসড M2M) গ্রাহক তাদের ইচ্ছামতো যেকোনো M2M প্ল্যানে থাকতে বা মাইগ্রেট করতে পারবেন। মাইগ্রেশনের জন্য আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

৪. M2M প্ল্যানে রোমিংয়ের সুবিধা আছে কি?

আপাতত M2M প্ল্যানে রোমিং সুবিধা নেই।

৫. M2M প্ল্যান ক্রয় করতে হয়?

আপনার চাহিদা অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নিতে আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করুন। www.grameenphone.com/business/internetofthings/how-to-get-m2m-plan

৬. আমার জন্য সবচেয়ে ভালো M2M প্ল্যান কোনটা?

আপনার M2M চাহিদাকে সামনে রেখে আমাদের বিভিন্ন রেঞ্জের প্ল্যান রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন- m2m.grameenphone.com/plan

৭. অব্যবহৃত ডাটা কি পরবর্তীতে ক্রয়কৃত ডাটার সাথে যুক্ত হবে?

আপনার অব্যবহৃত ডাটা ভলিউমের ব্যাপারে জানতে ভিজিট করুন- m2m.grameenphone.com/portal.

৬. ডাটা প্যাকেজে ডিসকাউন্ট কীভাবে পাবো?

আপনার প্রতিষ্ঠানে সংযোগের সংখ্যার উপর নির্ভর করে, ভলিউম-কেন্দ্রিক ডিসকাউন্ট স্কিম প্রযোজ্য হতে পারে। আরও তথ্যের জন্য আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কথা বলুন।

৭. M2M প্ল্যানের প্রতিটি কানেকশনে কতটুকু ক্রেডিট লিমিট প্রযোজ্য?

ক্রেডিট হিস্টোরি এবং আপনার প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবকৃত ভলিউম প্যাকের ধরন অনুযায়ী প্রতিটি কানেকশনের ক্রেডিট লিমিট বিবেচনা করা হবে।

 

grameenphone