M2M তথ্য প্যাক

আপনার ডিভাইসের জন্য প্ল্যান:

আপনার ডিভাইসটির জন্য ডাটা প্ল্যান, সিম কার্ড ও নিরাপদ সংযোগ সেবার একটি সমন্বিত প্ল্যান হচ্ছে আমাদের এই মেশিন-টু-মেশিন বা, M2M প্ল্যান।

M2M কি?

তারবিহীন নেটওয়ার্ক এর সাহায্যে দুই বা তার বেশি যন্ত্রের মধ্যে স্বয়ংক্রিয় বা ধারাবাহিক ডাটা আদান প্রদানের পদ্ধিতিই হচ্ছে মেশিন টু মেশিন (M2M) কানেকশন।

সময়টাই এখন কানেকটিভিটির। প্রতিটি ইন্ডাস্ট্রিতে M2M নিয়ে আসবে আমূল পরিবর্তনের ধারা, কেননা মোবাইল টেকনোলজির হাত ধরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দূর থেকেই তাদের সম্পদ ও মাঠ পর্যায়ে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতির দেখভাল করতে পারে, যার ফলে সম্পদের রক্ষণাবেক্ষণ, খরচ কমানো, উন্নত গ্রাহক অভিজ্ঞতা এবং দ্রুততর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।   

আপনার জিপি M2M সলিউশন-এর জন্য আমাদের রয়েছে বেশ কিছু এনাব্‌লার:

নেটওয়ার্ক এক্সেস: উপভোগ করুন দেশের সবেচেয়ে বিস্তৃত ও বিশ্বস্ত টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, গ্রামীণফোন-এর সেরা মানের 2G ও 3G নেটওয়ার্ক সেবা।

ডাটা প্ল্যান: আপনার প্রয়োজন অনুসারে রয়েছে M2M ডাটা প্ল্যান। নিরাপত্তা ও দ্রুত গতি নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড APN.

সিম কার্ড: ইন্ড্রাস্ট্রিয়াল গ্রেড-এ তৈরি M2M সিম কার্ড উচ্চমানের M2M অ্যাপ্লিকেশন সাপোর্ট করার জন্য প্রতিকূল পরিবেশে সহজেই মানিয়ে নেয়।

ডিভাইস: জিপি-সার্টিফাইড বিভিন্ন M2M ডিভাইস পাওয়া যাবে জিপি অনলাইন শপ, সকল গ্রামীণফোন সেন্টার ও জিপি এক্সপেরিয়েন্স সেন্টার-এ।

কন্ট্রোল সেন্টার: নিজের পছন্দ অনুযায়ী আপনার M2M সিম ও ডাটা প্ল্যান ম্যানেজ করার জন্য আমাদের ক্লাউড বেইজড M2M কন্ট্রোল সেন্টার পোর্টাল ব্যবহার করুন।

উন্নত VPN: লোকাল ইন্টারনেট কিংবা এন্ড-টু-এন্ড প্রাইভেট নেটওয়ার্কে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক-এর সাহায্যে আপনার ডাটা ট্রান্সমিশনকে সুরক্ষিত রাখে।

আমাদের M2M প্ল্যানসমূহ:

বর্তমানে আমাদের দুই ধরনের M2M প্ল্যান রয়েছে - স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সড। স্ট্যান্ডার্ড M2M প্ল্যান-এ আছে স্ট্যান্ডার্ড M2M সংযোগ পদ্ধতি আর অ্যাডভান্সড M2M প্ল্যান-এ আছে ডেডিকেটেড APN ও VPN সংযোগ পদ্ধতি। প্ল্যান অপশনগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো:

স্ট্যান্ডার্ড M2M অ্যাডভান্সড M2M
M2M ভলিউম প্যাক M2M ভলিউম প্যাক
M2M কন্ট্রোল সেন্টার M2M কন্ট্রোল সেন্টার
শেয়ারড্ APN ডেডিকেটেড APN
ফিক্সড IP ফিক্সড IP
M2M সিম কার্ডস্ M2M সিম কার্ডস্
  VPN সংযোগ*

*লোকাল ইন্টারনেট-এর ক্ষেত্রে বেস্ট এফোর্ট VPN এবং এন্ড-টু-এন্ড প্রাইভেট নেটওয়ার্ক-এর ক্ষেত্রে বিজনেস গ্রেড VPN অপশন প্রযোজ্য হবে।

 

এছাড়াও নিচের প্ল্যানগুলোও আমরা অফার করে থাকি। নিচের ছক থেকে আপনার সুবিধামতো M2M প্যাক বেছে নিতে পারবেন:

 

ব্যবহারের ধরন স্ট্যান্ডার্ড M2M অ্যাডভান্সড M2M
কম ২০/৫০/১০০ MB ১০০ MB
মাঝারি ১/২ GB ১ GB
বেশি ৫/১০ GB ১০০ GB

grameenphone